আগে অনশন প্রত্যাহার করতে হবে। তারপর নির্বাচন নিয়ে ভাবনা। সোমবার কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে একথাই জানালেন রাজ্য়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশেই এদিন তিনি অনশনরত পড়ুয়াদের সঙ্গে কথা বলেন। তাঁদের বোঝানোর চেষ্টা করেন। পরে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন, সরকার নির্বাচন করানোর ব্য়াপারে বদ্ধপরিকর। কিন্তু এই সময় নির্বাচন সম্ভব নয়। কারণ, বিভিন্ন জায়গায় পরীক্ষা চলছে। এমনকী, এখনও পুরোপুরি কোভিড বিধি প্রত্যাহার করা হয়নি। তিনি অনশনরত ছাত্রদের কাছে আশ্বাস দিয়েছেন, অনশন প্রত্য়াহার করলেই নির্বাচন নিয়ে কথা হবে।
এরআগে এদিন কলকাতা মেডিক্যাল কলেজে অনশনের মধ্য়েই এক পড়ুয়া অসুস্থ হয়ে পড়েন। তাঁর শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন চন্দ্রিমা। তিনি দাবি করেন, সতীর্থদের অসুস্থ করে প্রতিবাদ দেখিয়ে কোনও লাভ নেই। বরং অনশন প্রত্যাহার করলে, তবেই নির্বাচনের ব্য়াপারে ভাবনা চিন্তা করা সম্ভব হবে। তবে পাঁচই জানুয়ারি যে নির্বাচন সম্ভব নয়, তা স্পষ্ট জানান রাজ্য়েরমন্ত্রী।
এদিকে ছাত্র সংসদের নির্বাচনের দাবি এখনও অনড় কলকাতা মেডিক্য়াল কলেজে পড়ুয়ারা। জানা গিয়েছে, আগের থেকে অনেকটা ভাল আছেন অনশনরত অসুস্থ পড়ুয়া ঋতম মুখোপাধ্য়ায়। তাঁকে এখনও ক্রিটিক্যাল কেয়ার ইউনিটেই রাখা হয়েছে।