শহরে চে গেভারার কন্যা অ্যালেইদা (Aleida Gueavara)। সঙ্গে এসেছেন নাতনি এস্তেফানিয়া মার্টিন। শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাঁদের গণসংবর্ধনা জানান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) অধ্যাপক ও বাম ছাত্র সংগঠনগুলি। সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যাদবপুরে এসে অ্য়ালেইদা জানান, "আগে ভাল মানুষ হতে হবে। মানুষের মধ্যে থাকতে হবে।" সর্বোপরি মানুষকে ভালবাসার বার্তা দেন চে কন্যা।
কলকাতায় শুক্রবার একাধিক কর্মসূচি ছিল অ্যালেইদা ও তাঁর কন্যা এস্তেফানিয়ার। তবে যাদবপুরে এসে আপ্লুত হয়ে পড়েন চে কন্যা অ্যালেইদা। মঞ্চ থেকে স্প্যানিশ ভাষাতেও বক্তব্য রাখেন।
আরও পড়ুন: চে কন্যার আগমনে আবেগে ফেটে পড়ল যাদবপুর বিশ্ববিদ্যালয়
যদিও এটাই প্রথম কলকাতা সফর নয় চে -কন্যার। ১৯৯৮ সালে প্রথমবার কলকাতায় আসেন তিনি। সেই সফরেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে। ১৯৫৯ সালে কলকাতায় এসেছিলেন চে গেভারা নিজেও। তার প্রায় ৬৪ বছর পর শহরে পা রাখলেন অ্যালেইদা। এর আগে কেরালার কোচিতে আয়োজিত কর্মসূচিতেও অংশ নেন তিনি।