আগুনে দামের জেরে বহুদিন আগেই পাঁঠার মাংসের স্বাদ ভুলেছে মধ্যবিত্ত বাঙালি। ফলে তাঁদের একমাত্র ভরসা ছিল মুরগির মাংস। কিন্তু সেখানেও এবার মূল্যবৃদ্ধির কালো ছায়া। যার জেরে মাথায় হাত পড়েছে আমজনতার। কোথাও ২৫০ টাকা, কোথাও ২৭০ টাকা কিলো দরে বিকোচ্ছে মুরগির মাংস। ফলে ইচ্ছা থাকলেও সপ্তাহান্তে অনেকেরই খাবার পাতে জুটছে না চিকেন।
মাংস ব্যবসায়ীদের কথায়, জোগান কম থাকার কারণেই ফের লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে চিকেনের দাম। উত্তরবঙ্গ থেকে আগত পোলট্রি মুরগির জোগান কমেছে। তবে অনেকেরই ধারণা, কৃত্রিমভাবে দাম বাড়ানো হয়েছে মুরগির। উল্লেখ্য, চলতি সপ্তাহে প্রায় ৫০ টাকা বেড়েছে মুরগির মাংসের দাম।
আরও পড়ুন- Ukriane-Russia War: ক্রেমলিনে ড্রোন হামলায় চাঞ্চল্য, ইউক্রেনের বিরুদ্ধে অভিযোগ রাশিয়ার