রাজ্য সরকারি কর্মচারী হয়ে কেন্দ্রের বেতন কাঠামোর ডিএ-র দাবি করা চলবে না। রাজ্যের ডিএ ইস্যু নিয়ে মঙ্গলবার নিজের অবস্থান ফের একবার স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানান, কেন্দ্র ও রাজ্যের পরিকাঠামোগত অনেক ফারাক। এবং মাথায় রেখে চলা উচিত।
গত একমাস ধরে ডিএ আন্দোলনকে ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই আন্দোলনকারীদের মঞ্চে ঘিরে তাদের হাত শক্ত করেছে বিরোধীরা। এরমধ্যে ব্যর্থ হয়েছে রাজ্যপালের আন্দোলন প্রত্যাহারের অনুরোধ। সম্প্রতি আন্দোলনে সামিল হওয়ার জেরে বেশ কিছু রাজ্য সরকারি কর্মচারীকে শো-কজও করা হয়েছে।
এই পরিস্থিতিতে এদিনও মুখ্যমন্ত্রী দাবি করেন, তাঁর অনেক মানবিক। কারণ, কেন্দ্র যেভাবে রাজ্যের উপরে করের বোঝা চাপিয়ে দিয়েছে, তাতে অনেক অসুবিধার পরেও তাঁর সরকার উন্নয়নমূলক প্রকল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এদিনও বাম আমলের উদাহরণ টেনে মমতা দাবি করেন, একসময় রাজ্য স্কুল শিক্ষক থেকে সরকারি কর্মীরা ঠিক সময় বেতনই পেতেন না। এখন যা অতীত।