মনের বাংলা, আপন বাংলা। ভাষা দিবসের দিন রাজ্য সরকারের এই পোর্টালের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত প্রবাসী বাঙালিদের কথা মাথায় রেখেই এই পোর্টাল চালু করল সরকার। এদিন দেশপ্রিয় পার্কের অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী জানানা, বাংলা ভাষার প্রসারে বাড়ি থেকেই কাজ শুরু করতে হবে। কেরিয়ারের স্বার্থে ইংরেজি জানা অবশ্যই উচিত, কিন্তু মাতৃভাষা ভুলে গেলে চলবে না। এদিন ভাষাদিবসের মঞ্চ থেকে তাও স্মরণ করালেন তিনি।
তিন দিনের সফরে মঙ্গলবারই উত্তরবঙ্গ গিয়েছেন তিনি। এদিনই শিলিগুড়িতে ভাষা দিবসের একটি অনুষ্ঠানের পাশাপাশি একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন মমতা। বুধবার ভোটের প্রচারে মেঘালয়ে যাবেন তৃণমূল নেত্রী। তার আগে, কলকাতায় ভাষা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রবাসীদের কথাই উল্লেখ করেন তিনি।
রাজ্য সম্পর্কে আরও বেশি করে এখন জানতে চান প্রবাসী বাঙালিরা। তাই তাঁদের স্বার্থেই এদিন এই নতুন পোর্টালের ঘোষণা করা হল। মুখ্যমন্ত্রীর দাবি এই পোর্টালেই বাংলা সম্পর্কে সবকিছু জানতে পারবেন ভিন দেশ ও ভিন রাজ্য থাকা বাঙালিরা।