যাদবপুরে নিহত পড়ুয়ার পরিবারের সঙ্গে সোমবার দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে ওই অভিভাবকদের সঙ্গে দেখা করে, নিহত পড়ুয়ার মাকে সরকারি চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, নিহত ছাত্রের স্মৃতিতে বগুলা গ্রামীণ হাসপাতালের নামকরণ করা হবে। হাসপাতালে বসানো হবে তার মূর্তি।
এদিন দুপুরেই নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিল ওই পরিবার। মুখ্যমন্ত্রীর সামনে শোকে ভেঙে পড়েন ওই পড়ুয়ার মা। সরকারি সূত্রে খবর, মৃত পড়ুয়ার মায়ের চাকরি হবে বাড়ির সামনেই। এমনকী, ছোট ভাইয়ের লেখাপড়ার খরচও দেবে সরকার।
আরও পড়ুন : যাদবপুরে মৃত ছাত্রের বাবা-মা নবান্নে গিয়ে দেখা করবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে
গত ৯ অগাস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলের বারান্দা থেকে পড়ে মৃত্যু হয়েছিল প্রথম বর্ষের ওই পড়ুয়ার। টেলিফোনে প্রথমে পরিবারের সঙ্গে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। দোষীদের কড়া শাস্তির ব্যাপারে পরিবারকে আশ্বাস দিয়েছিলেন তিনি। পরিবারের খুনের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে বেশ কয়েক জনকে গ্রেফতার করেছে পুলিশ। তার মধ্যে কয়েকজনের জামিনও হয়েছে।