ভারতে কোনও সংবাদ মাধ্যমকেই আর কাজ করতে দেওয়া হবে না। বিবিসি-ইস্যুতে মুখ খুলে এবার নাম না করে কেন্দ্রকেই আক্রমণ করলেন তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিধানসভার বাজেট অধিবেশনের আগে তিনি অভিযোগ করেন, বিরোধীতা করলেই সংবাদমাধ্যমের গলা টিপে দেওয়া হচ্ছে। বিবিসির দফতরে আয়কর হানার ঘটনাকে তারই একটি প্রমাণ বলে এদিন দাবি করেছেন মমতা।
জঙ্গলমহল সফরে যাওয়ার আগে এদিন বিধানসভায় বাজেট অধিবেশনে যোগ দিতে এসেছিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবারই এই ইস্যুতে কেন্দ্রকে তীব্র আক্রমণ করেছিল তাঁর দল তৃণমূল কংগ্রেস। এদিন মমতার অভিযোগ, দেশে আর কোনও সংবাদমাধ্যম থাকবে না। কারণ প্রতিদিন যেভাবে তাদের উপর আক্রমণ করা হচ্ছে, তাদের গলা টিপে ধরা হচ্ছে, তাতে কোনও গণমাধ্যমই আর স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাবে না। এই ঘটনা গণতন্ত্রের পক্ষে ঠিক নয় বলেও এদিন দাবি করেন তিনি।
মঙ্গলবার থেকে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনের দিল্লি ও মুম্বইয়ে দফতরে সমীক্ষা চালাচ্ছেন আয়কর কর্মীরা। এই ব্যাপারে তাঁদের সবরকম সাহায্য করার জন্য সংস্থার কর্মীদের নির্দেশ দিয়েছে বিবিসি।