বেহালার ঘটনায় নিহত পড়ুয়া সৌরনীল সরকারের বাড়িতে ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার একথা জানিয়েছেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। মূলত মুখ্যমন্ত্রীর নির্দেশেই হরিদেবপুরের বাসিন্দা সৌরনীলের বাড়িতে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী। সৌরনীলের পরিবারের লোকের সঙ্গে কথা বলার পাশাপাশি গোটা পরিবারকে সমবেদনা জানিয়েছেন মমতা।
পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে বেহালা চৌরাস্তা। মাটি বোঝাই একটি গাড়ির ধাক্কায় মৃত্যু হয় দ্বিতীয় শ্রেণির এক পড়ুয়ার। গুরুতর আহত অবস্থায় পি জি হাসপাতালে ভর্তি রয়েছে তার বাবা। ঘটনার পরেই ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকার বাসিন্দারা। ঘটনাস্থলে থাকা একটি পুলিশ ভ্যানে আগুন লাগিয়ে দেয় তারা।
আরও পড়ুন : জন্মদিনে প্রিন্সেপ ঘাটে যাওয়ার প্ল্যান ছিল সৌরনীলের, তার আগেই সব শেষ
এদিকে ঘটনার পরেই ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদিকে ফোন করেন তিনি। পুরো ঘটনা সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী।