এবার দুয়ারে হাসপাতাল। গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করতে জুনিয়র ডাক্তারদের গ্রামে যাওয়ার পরামর্শ রাজ্যে স্বাস্থ্যমন্ত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার এসএসকেএম হাসপাতালের এক অনুষ্ঠান থেকেই তাঁর তোপে, কলকাতার বেশ কিছু হাসপাতালও। মমতার অভিযোগ, রোগী পরিষেবা না দিয়ে ওই হাসপাতালগুলি মানুষের থেকে টাকা তুলছে। বিল বাড়ানোর জন্য নানা ধরণের পরিকল্পনা করছে। তিনি আরও অভিযোগ করেন, ওই হাসপাতালগুলিকে কমিশনও দিতে হয়। আইসিসিউতে থাকার প্রয়োজন না হলেও তিন দিন বডি রেখে দেয় বিল তোলার জন্য। এদিন এই অভিযোগও করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
এদিন এসএসকেএম হাসপাতালের একটি কর্মসূচিতে যোগ দিয়ে তিনি বারবার জোর দিলেন টাকা সব কিছু নয়। পরিষেবা আরও বাড়াতে হবে বলেই মনে করেন তিনি। আর এখানে জুনিয়র ডাক্তারদের তাঁর পরামর্শ গ্রামে গিয়ে চিকিৎসা করতে হবে। আইসিসিউতে থাকার প্রয়োজন না হলেও তিন দিন বডি রেখে দেয় বিল তোলার জন্য।
মুখ্যমন্ত্রীর এই অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম এবং স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা। সেই মঞ্চেই মুখ্যমন্ত্রী জানান, কোটি কোটি টাকার মালিক হলেন! যদি শারীরিক ভাবে সুস্থ না হন, মানসিক সুস্থতা না থাকে, কথা বলার জন্য পরিবার না থাকে, তা হলে একাকিত্ব আপনার জীবন গ্রাস করে! সকালে পেট ব্যথা, দুপুরে মাথায় ব্যথা, রাতে ঘুমে ব্যথা, কোনটা ভাল জীবন? কোনটা খারাপ? খেলেই বা কত খাব? মণিমুক্তো খাব? তাতেও এত টাকা লাগে না! আপনি বাথরুমে পড়ে গেলে তখন কেউ তোলারও থাকবে না। তবে সব ডাক্তার সমান নয় বলেও জানান মুখ্যমন্ত্রী।
এসএসকেএমের অনুষ্ঠানে এদিন জুনিয়র ডাক্তারদের ভূয়শী প্রশংসা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, দিন রাত এককরে পরিষেবা দেন সরকারি হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। একইসঙ্গে নার্সদের কথাও এদিন উল্লেখ করেন মমতা।