জীবন বিজ্ঞানের পর এবার ইতিহাস। মাধ্যমিক পরীক্ষার দিন নিজের এলাকার স্কুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ইউনাটেড মিশনারি স্কুলে যান তিনি। সঙ্গে ছিলেন বিধায়ক অদিতি মুন্সি। মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে খুশি অভিভাবকরাও। যদি পরীক্ষার হলের সামনে সবাইকে শান্ত করে মমতা। তাঁরা এই গরমে ঠিক মতো পরিষেবা পাচ্ছেন কীনা, তাও খতিয়ে দেখেন তিনি। মঙ্গলবার ভবানীপুর গালর্স স্কুলে গিয়েছিলেন মমতা।
মঙ্গলবারও নবান্ন যাওয়ার আগে মাধ্যমিকের খোঁজখবর ভবানীপুর গালর্স স্কুলে গিয়েছিলেন তিনি। এদিন প্রশাসনিক সদর দফতরে যাওয়ার আগে তিনি যান ইউনাইটেড মিশনারি স্কুলে। মুখ্যমন্ত্রী আসার আগে নিরাপত্তায় মুড়ে ফেলা হয় স্কুল। কিন্তু পরীক্ষার্থীদের যাতে কোনও অসুবিধা না হয়, তা খেয়াল রাখতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছিল।