রাজ্য সরকারি কর্মচারিতে ডিএ নিয়ে অবশেষে বিধানসভায় মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে সোমবার বিধানসভায় তিনি টেনে আনলেন কেন্দ্র ও রাজ্যের বেতন কাঠামোর ফারাকের কথা। এদিন তাঁর দাবি, ৯৯ এবং ৬ শতাংশ মিলিয়ে রাজ্য মোট ১০৫ শতাংশ ডিএ দিয়েছে। তাঁর মতে, কেন্দ্রের থেকে অনেক বেশি ছুটি পান রাজ্যের সরকারি কর্মীরা। এদিনই মহার্ঘ্য ভাতা নিয়ে অনশনকারীদের সঙ্গে দেখা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এদিন অধিবেশন শুরুতে ডিএ ইস্যুতে প্রথমে বিরোধীদের সমালোচনা করেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর দাবি, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো সরকারি কর্মচারিদের যাবতীয় বকেয়া মিটিয়ে দেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, এরপরেও বিরোধীরা রাজ্যবাসীকে ভুল বোঝাতে ব্যস্ত হয়ে উঠেছে। এই কথায় রেশ ধরেই বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান, বিজেপি শাসিত ত্রিপুরা ও উত্তরপ্রদেশে ডিএ দেয় না সরকার। বিরোধীদের কটাক্ষ করে মুখ্যমন্ত্রী জানান, টাকা আকাশ থেকে আসে না। গত ১০ বছরে এ রাজ্যে কর্মচারীদের বিদেশ যাওয়ার সুযোগ করে দিয়েছে তাঁর সরকার।
গত রাজ্য বাজেটের দিনই সরকারি কর্মচারীদের তিন শতাংশ মহার্ঘ্য ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিল সরকার। সরকারি এই ঘোষণায় খুশি নয় সরকারি কর্মচারী ইউনিয়নের একটা অংশ। প্রতিবাদে রাজ্যে ধর্না, প্রতিবাদ চলছে।