কেমন চলছে পরীক্ষা। মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষার মাঝেই নিজের এলাকার স্কুল ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, স্কুলের ভিতরে গিয়ে নয়, নিয়ম মেনে বাইরে থেকে পরীক্ষার ব্যাপারে খোঁজ নিলেন তিনি। মঙ্গলবার নবান্ন যাওয়ার আগে বাড়ি থেকে বেরিয়ে চলে যান ভবানীপুর গালর্স স্কুলে। সেখানেই পরীক্ষার ব্যাপারে খোঁজ নেন তিনি। গরমে পড়ুয়াদের কোনও অসুবিধা হচ্ছে কীনা, তা-ও খতিয়ে দেখেন।
উপ-নির্বাচনের জন্য একদিনের বিরতির পর মঙ্গলবার থেকে ফের শুরু হয়েছে রাজ্যে মাধ্যমিক পরীক্ষা। উপ-নির্বাচনের জেরে পিছিয়ে যাওয়া ইতিহাস পরীক্ষা হবে বুধবার অর্থাৎ ১ মার্চ। এদিন থেকেই প্রতিটি পরীক্ষা কেন্দ্রে বাড়ানো হয়েছে নিরাপত্তা। কোনও ভাবেই প্রশ্ন ফাঁস হওয়া চলবে না। এই চ্যালেঞ্জের সামনে এদিন থেকে হলের বাইরে মোতায়ন করা হয়েছে পুলিশ।
তবে পড়ুয়া এবং অভিভাবকদের একাংশের অভিযোগ, ভোটের জেরে কোপ পড়েছে পরীক্ষার উপর। তার জেরে অঙ্ক পরীক্ষার আগে হাতে কম সময় পরীক্ষার্থীদের কাছে। কারণ পুরনো রুটিন অনুযায়ী অঙ্ক পরীক্ষার আগের দিন একদিন ছুটি ছিল। কিন্তু বুধবার ইতিহাস পরীক্ষা হওয়ায়, ছুটি বাতিল হয়ে গিয়েছে।