অভাবের তাড়নায় ২১ দিনের কন্যাসন্তানকে চার লাখ টাকা দিয়ে বিক্রি করার অভিযোগ মায়ের বিরুদ্ধে । ঘটনার তদন্তে নেমে কলকাতায় বড়সড় শিশুপাচার চক্রের (Kolkata Child Trafficking) হদিশ পেল পুলিশ । ঘটনায় ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করা হয়েছে । তাঁদের জিজ্ঞাসাবাদ করে গোটা চক্র সম্পর্কে জানার চেষ্ট চালাচ্ছে পুলিশ । ঘটনাটি ঘটেছে খাস কলকাতার আনন্দপুরে (Anandapur) ।
পুলিশ সূত্রে খবর, আনন্দপুরের নোনাডাঙা রেল কলোনিতে থাকতেন শিশুটির মা । অভিযোগ, অভাবের জন্য নিজের সন্তানকে চার লাখ টাকা দিয়ে বিক্রি করে দেয় । পুলিশ তদন্তে নেমে জানতে পারে, জেলার বিভিন্ন জায়গা থেকে এরকমই বহু শিশুকে তুলে নিয়ে কলকাতায় আসে পাচার চক্রের সদস্যরা । দালালের মাধ্যমে শিশুদের বিক্রি করা হয় । পুলিশ জানিয়েছে, পাচারচক্রের সদস্যদের মূল টার্গেট থাকে ফুটপাথের শিশুরাই ।
আরও পড়ুন, Covid-19 News : রাজ্যে ফের কোভিড আতঙ্ক ! পূর্ব বর্ধমানে মৃত্যু দুই আক্রান্তের
পুলিশ সূত্রে খবর, সম্প্রতি এক নিঃসন্তান দম্পতি থানায় দ্বারস্থ হয়েছিলেন । তাঁদের দাবি, দীর্ঘদিন ধরেই কোনও শিশু সন্তানকে দত্তক নিতে চাইছিলেন তাঁরা । খোঁজও করেছিলেন তাঁরা । তাঁদের অভিযোগ, সম্প্রতি একজন এসে তাঁদের হাতে এক শিশুকে তুলে দেন । কিন্তু ওই শিশুকে বাড়িতে নিয়ে গেলেও সন্দেহ হয় ওই দম্পতির । তাঁরা নিজেরাই খোঁজ করতে গিয়ে বুঝতে পারেন, শিশুটিকে পাচার করা হয়েছে । তারপরেই থানায় যান তাঁরা ।
এদিকে, আনন্দপুরে ২১ দিনের শিশুকে পাচারের অভিযোগ দায়ের হয় । গোটা ঘটনার তদন্তে নেমে পুলিশ পাচার চক্রের হদিশ পায় ।