খাঁচা থেকে আচমকা বেরিয়ে এল শিম্পাঞ্জি। সোমবার সকালে এমনই ঘটল আলিপুর চিড়িয়াখানায়(Alipore zoo)। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে কিছু ক্ষণের মধ্যেই শিম্পাঞ্জিটিকে (Chimpanzee) বাগে এনে খাঁচাবন্দি করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
সোমবার সকালে বুড়ি নামে ওই শিম্পাঞ্জিটিকে খাবার দিতে খাঁচায় ঢোকেন চিড়িয়াখানার কর্মীরা। তখনই খাঁচার দরজা খোলা পেয়ে বুড়ি বেরিয়ে পড়ে বাইরে। তৎক্ষণাৎ চিড়িয়াখানার মূল গেট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এমনিতে কর্মীর সঙ্গে রীতিমতো বন্ধুত্ব রয়েছে বুড়ির। তবু চিড়িয়াখানার দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়াতে না দিয়ে কিছুক্ষণের মধ্যেই বুড়িকে ফের খাঁচাবন্দি করেন কর্মীরা।
Sandip Ray Feluda: ফেলুদা-তোপসে-জটায়ু, কাস্টিং শেষ, শুটিং শুরু করলেন সন্দীপ রায়
১২ দিন আগে ওই শিম্পাঞ্জিটি একই পথে এবং এই একই কায়দায় খাঁচার বাইরে বেরিয়ে গিয়েছিল।