বাবু-র জন্মদিনে আলিপুরে সাজো সাজো রব, বাংলার বিনোদন জগতের একাধিক তারকা শামিল উদযাপনে। একটু খোলসা করে বলা যাক। আলিপুর চিড়িয়াখানার অন্যতম সদস্য এক শিম্পাঞ্জিই হল সকলের আদরের বাবু। আজ তার ৩৪ বছরের জন্মদিন।
বাবুর এই স্পেশাল দিনে স্পেশাল আয়োজন, তাতেই উপস্থিত মির আফসার আলি, স্বস্তিকা মুখোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত, সপ্তর্ষি মৌলিক সহ একাধিক তারকারা। বাবুর জনপ্রিয়তা এখন আকাশ ছোঁয়া। চিড়িয়াখানার এক পরিসংখ্যান বলছে কমপক্ষে প্রায় 5 কোটি মানুষের মনোরঞ্জন করেছে বাবু।
Kali Puja 2022: ইতিহাস বুকে দাঁড়িয়ে রাজা বল্লাল সেনের কালীপুজো
১৯৯৮ এ সুদুর চেন্নাই থেকে আলিপুরে এসেছিল সে। তার পর থেকে এটাই পাকাপাকি ঠিকানা। বাবুর জন্মদিনে তার জন্য এসেছিল স্পেশাল কেকও। অভিনেতা দম্পতি সোহিনী সেনগুপ্ত এবং সপ্তর্ষি মৌলিক কিছুদিন আগেই বাবুর দেখভালের দায়িত্ব নিয়েছেন। বলা যায় বাবু এখন তাঁদেরই ছেলে।