আলো ঝলমলে লেকটাউন (Lake Town)।
বড়দিনের আগের রাতেই শুরু উৎসব। উদ্যোক্তা রাজ্যের দমকলমন্ত্রী ও তৃণমূল বিধায়ক সুজিত বসু। আলোর মালায় সেজেছে শ্রীভূমির রাস্তা। স্লেজ গাড়ির বদলে স্কুটিতে সান্তা ক্লজ (Santa Cluse) সেজেছেন এলাকার যুবকরা। তাঁদের সঙ্গেই বড়দিনের উৎসবে পা মেলালেন সুজিত বসু।
আরও পড়ুন : Christmas 2021 : আলোর রোশনাইয়ে সেজে উঠেছে পার্ক স্ট্রিট, নজর কাড়ছে ৫৪ ফুটের ক্রিসমাস ট্রি
ফিটন গাড়িতে হাত নাড়ছেন আর এক সান্তাক্লজ (Santa Cluse)। এগিয়ে যেতেই তুলে দিচ্ছেন নানান উপহার। বড়দিনের উৎসবের জন্য বিখ্যাত পার্ক স্ট্রিট। কিন্তু লেকটাউন বাসির কাছে, এটাই যেন তাঁদের পার্ক স্ট্রিট।