ক্রিসমাস ইভে প্রতিবছরের মতো এই বছরেও ঝলমলে আলোয় সেজে উঠল লেকটাউন (Lake Town)। বড়দিনের আগের রাত থেকে শুরু হয়ে গেল বড়দিন এবং পৌষ পার্বণ উৎসব। উদ্যোক্তা রাজ্য দমকলমন্ত্রী ও তৃণমূল বিধায়ক সুজিত বসু।
মন্ত্রীর উদ্যোগে আলোর মালায় সেজে উঠল শ্রীভূমির রাস্তা। দক্ষিণদাড়ি থেকে শ্রীভূমি পর্যন্ত দু'কিলোমিটারের লম্বা রাস্তা জুড়ে রয়েছে একাধিক খাবারের স্টল, অনুষ্ঠান মঞ্চ। ভূরিভোজের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যা চলবে আগামী ৩ জানুয়ারি পর্যন্ত।
আলোর মেলায় রাস্তা সাজানোর পাশাপাশি ফিটন গাড়ি থেকে হাত নাড়ছেন সান্তা ক্লজ। তাঁর দিকে এগিয়ে গেলে কচি কাচাদের সঙ্গে হাত মেলাচ্ছেন তিনি। অবলীলায় ছবিও তুলছেন।
আরও পড়ুন - ক্রিসমাস ইভের রাতেই মোজায় উপহার রেখে যায় সান্টা বুড়ো, আসল কাহিনি জানেন ?
বড়দিনের উৎসবের জন্য বিখ্যাত পার্ক স্ট্রিট কিংবা বো ব্যারাক। তবে, মধ্য কলকাতায় যারা যেতে পারেন না। তাদের জন্য লেকটাউনই যেন এক টুকরো পার্কস্ট্রিট।