মেয়ের উপর 'মানসিক চাপ' সৃষ্টি করছে সিআইডি। এমনই অভিযোগ তুললেন সারদা কাণ্ডের অন্যতম অভিযুক্ত দেবযানীর মা শর্বরী মুখোপাধ্যায়। সিআইডির ভূমিকা নিয়ে আশঙ্কা প্রকাশ করে সিবিআইকে চিঠিও দেন তিনি।
২০১৪ সাল থেকে দমদম সেন্ট্রাল জেলে রাখা হয়েছে দেবযানীকে। শর্বরীর অভিযোগ, গত ২৩ অগাস্ট দমদম জেলে যান সিআইডির আধিকারিকরা। সারদা কর্তা সুদীপ্ত সেনের কাছ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও সিপিএম নেতা সুজন চক্রবর্তী ৬ কোটি টাকা করে নিয়েছেন। দেবযানীর মায়ের অভিযোগ, একথা বলার জন্য তাঁর মেয়েকে চাপ দিচ্ছে সিআইডি।
শুধু তাই নয়, এই দুজনকে তাঁর সামনেই টাকা দেওয়া হয়েছে বলেও চাপ দেওয়া হচ্ছে বলে দেবযানীর মায়ের অভিযোগ। তাঁর দাবি, যদি একথা না বলা হয়, তা হলে আরও কিছু মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে অভিযোগ। সিবিআইকে লেখা সেই চিঠি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। যদিও সিআইডির পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে পাল্টা দাবি করা হয়েছে।
এই নিয়ে টুইট করেছেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, "এক সময়ের মর্যাদাসম্পন্ন সিআইডি বাংলার পিসি-ভাইপোর দারোয়ানে পরিণত হয়েছে। ব্যানার্জিদের স্বার্থরক্ষায় অপরাধকে ইন্ধন দেওয়া হচ্ছে।" প্রতিক্রিয়া দিয়েছেন সিপিএমের সুজন চক্রবর্তীও। তিনি বলেন, "যে কোনও ধরনের তদন্ত করতে পারে ওরা। দেশীয় আন্তর্জাতিক এজেন্সি যাকে খুশি দিয়ে তদন্ত করাতে পারে। আমাদের কোনও আপত্তি নেই। তার জন্য আমরা হাসপাতালে ভর্তি হতে যাব নায আদালতের রক্ষাকবচও নেব না। ১০ বছর ধরে যিনি জেলে আছেন, তাঁকে চাপ দিচ্ছে সিআইডি। ২০২১ নির্বাচনের আগেও একই চেষ্টা করা হয়েছিল। সুদীপ্ত সেনকে দিয়ে অভিযোগ করানো হয়েছিল,। বিমান বসু ও আমার নামও বলা হয়েছিল। যে দল শূন্য, সেই শূন্য দল নিয়ে সিপিএমকে এত ভয় পাচ্ছে কেন?"