CBI-কে চিঠি দিয়ে বিস্ফোরক অভিযোগ প্রকাশ্যে এনেছেন সারদাকাণ্ডে জেলবন্দী দেবযানী মুখোপাধ্যায়ের মা শর্বরী মুখোপাধ্যায়। তাঁর অভিযোগ, সিপিএম নেতা সুজন চক্রবর্তী ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম প্রকাশের চাপ দিয়েছেন CID কর্তারা। দেবযানীর মা শর্বরী মুখোপাধ্যায়ের এই অভিযোগ খারিজ করেছেন CID কর্তারা। জানানো হয়েছে, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
CBI-কে চিঠি পাঠিয়ে শর্বরী মুখোপাধ্যায়ের দাবি, গত ২৩ অগাস্ট CID কর্তারা সারদাকাণ্ডে জেরা করার নামে দমদম সেন্ট্রাল জেলে যান অভিজিৎ মুখোপাধ্যায় নামে এক CID আধিকারিক। অভিযোগ, সারদাকাণ্ডে কয়েকটি প্রশ্নের পরই তিনি জানান সুজন চক্রবর্তী ও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাজসাক্ষী হতে হবে। বলতে হবে সুজন ও শুভেন্দু ২ জনই সুদীপ্ত সেনের থেকে ৬ কোটি টাকা করে নিয়েছেন। সেই টাকার লেনদেন হয়েছে তাঁর সামনে। শর্বরী দেবীর এই অভিযোগ খণ্ডন করেছে সিআইডি। সিআইডির এক কর্তা জানিয়ে দেন, ২৩ অগাস্ট যে দেবযানীকে জেরা করলে আধিকারিকরা গিয়েছিলেন, একথা সত্যি। সিআইডির হাতে যে মামলা আছে, তার তদন্তে গিয়েছিল যান আধিকারিকরা। পরে একটি সাংবাদিক বিবৃতি দিয়ে CID জানিয়েছে, "এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। জেলে একজন মহিলা জেলকর্মী ও জেলের এক আধিকারিকের সামনে জেরা করা হয়।"
CID সাফ জানিয়ে দিয়েছে, দেবযানী মুখোপাধ্যায়ের মা শর্বরী দেবী যা অভিযোগ করেছেন, তা ভিত্তিহীন ও মিথ্যে। এই নিয়ে আইনি পথে তদন্ত করবে রাজ্যের গোয়েন্দা সংস্থা।