ক্যাম্প অফিসে লালন শেখের (Lalan Seikh) মৃত্যু নিয়ে সিবিআইকে (CBI) এবার নোটিস সিআইডির (CID)। বুধবার সিজিও কমপ্লেক্সে গিয়ে ২ সিবিআই আধিকারিককে জেরা করার জন্য নোটিস দেন সিআইডি আধিকারিকরা।
রামপুরহাট আদালতের নির্দেশে লালন শেখের অস্বাভাবিক মৃত্যু নিয়ে জোরকদমে তদন্ত শুরু করেছে সিআইডি। মঙ্গলবার রামপুরহাটে সিবিআই ক্যাম্পের দুটি ঘর ও শৌচাগার খোলে সিআইডি। এবার দুই সিবিআই কর্তাকে জেরা করার জন্য সিজিও কমপ্লেক্সে গিয়েই নোটিস দিল রাজ্যের গোয়েন্দা সংস্থা।
আরও পড়ুন: বিকাশ ভবনে আচমকা সিবিআই, শিক্ষাসচিব মনীশ জৈনকে জিজ্ঞাসাবাদ
গত ১২ ডিসেম্বর সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে গামছা জড়ানো অবস্থায় লালন শেখের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এরপরই দুটি ঘর ও শৌচাগার সিল করে দেয় সিআইডি।