খোদ লালবাজার চত্বরে রাখা ছিল কংগ্রেস বিধায়কদের টাকা? লালবাজারের বিকানের বিল্ডিংয়ে সিআইডি তল্লাশি শুরু করতেই এই প্রশ্ন উঠে গেল। উল্লেখ্য, শনিবার হাওড়ার পাঁচলায় প্রায় ৪৯ লক্ষ টাকা সহ ধরা পড়েন ঝাড়খন্ডের তিন কংগ্রেস বিধায়ক রাজেশ কাশ্যপ, নমন দীক্ষিত এবং ইরফান আনসারি।
জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে সিআইডির একটি দল তল্লাশি চালায় লালবাজারের বিকানের ভবনে। তালা ভেঙে ভিতরে ঢুকে অভিযান চালান তাঁরা। সেই তল্লাশি অভিযানে উদ্ধার হয় লক্ষাধিক টাকা। ঘটনাস্থলে যান সিআইডির আইজি-১ প্রণব কুমারও। ওই বাড়িটি থেকে বিভিন্ন নথি উদ্ধারের চেষ্টায় রয়েছেন সিআইডির গোয়েন্দারা।
আরও পড়ুন- Arpita Mukherjee: অর্পিতার নেল আর্ট পার্লারে হানা ইডির, শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি তদন্তকারীদের
সিআইডি সূত্রে খবর, এই টাকা কংগ্রেসের বিধায়কদের হাতবদল হওয়ার আগে রাখা ছিল এই বিকানের ভবনেই। এমনকি ওই টাকা এই লালবাজারের বাড়িটিতেই হাতবদল হয়ে থাকতে পারে বলে অনুমান। সেই খবর পেয়েই মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ বিকানের ভবনের তিনতলার একটি অফিসে তল্লাশি শুরু করে সিআইডির অফিসারেরা। তবে অফিসটির তালা বন্ধ থাকায় প্রথমে ভিতরে ঢুকতে পারেননি সিআইডির গোয়েন্দারা। প্রায় এক ঘণ্টা অপেক্ষার পর চাবিওয়ালা ডেকে দরজার লক ভাঙা হয়।