কলকাতা হাইকোর্টে ফের একবার ধাক্কা খেল রাজ্য। এবার ধাক্কা গরুপাচার তদন্তে। বৃহস্পতিবার এক নির্দেশে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, আপাতত এই মামলায় তদন্ত করতে পারবে না সিআইডি। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চ জানিয়েছে, ইতিমধ্যেই গরুপাচার মামলা তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তাই এক মামলার দুটি সমান্তরাল তদন্ত চলতে পারে না।
গত কয়েকদিন আগেই গরুপাচার তদন্ত মামলায় বেশ কয়েকজনকে গ্রেফতার করেছিল সিআইডি। তারমধ্যে উল্লেখযোগ্য ছিল মুর্শিদাবাদ অঞ্চলে এই পাচারে যুক্ত এক বড় মাথাও। সম্প্রতি গরুপাচার তদন্তে সিআইডির বিরোধিতা নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। যেখানে দাবি করা হয়, ইতিমধ্যেই এই তদন্তে কাজ করছে সিবিআই। তারা এই ঘটনায় রাজ্যের এক প্রভাবশালী নেতাকেও গ্রেফতার করছে। তারপর কী ভাবে এই এক ঘটনার তদন্ত আলাদা ভাবে করতে পারে সিআইডি। ওই জনস্বার্থ মামলায় সিআইডির কাজের উপর স্থগিতাদেশের আবেদন করা হয়। বৃহস্পতিবার সেই আবেদন মঞ্জুর হয়েছে।
ইতিমধ্যেই গরুপাচার তদন্তে সিবিআই বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল এবং তাঁর সহযোগি সায়গল হোসেনকে গ্রেফতার করেছে। পুজো পর্যন্ত জেল হেফাজতেই থাকবেন এই দু জন। সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন গরু পাচার মামলায় অন্যতম মূল অভিযুক্ত এনামুল হক।