উৎসবের মরশুম শেষ। ভাইফোঁটা মিটলেই এবার কালী প্রতিমা বিসর্জনের পালা। চলতি সপ্তাহে কালী প্রতিমা নিরঞ্জনের কারণে ফের চক্ররেল পরিষেবা নিয়ন্ত্রণ করা হবে। যার জেরে যাত্রী পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।
চক্ররেল কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার থেকেই পরিষেবা নিয়ন্ত্রণ শুরু হয়ে গিয়েছে। চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। চক্ররেলের একটি বড় অংশ রয়েছে গঙ্গার ধারে। প্রতিমা নিরঞ্জনের কারণে প্রচুর মানুষের সমাগম হবে।
প্রতিমা নিরঞ্জনের কারণে এই চারদিন বিকেল ৪টে থেকে পরের দিন সকাল ৭টা পর্যন্ত ওই লাইনে কোনও চক্ররেল চালানো হবে না। দিনের বেলা স্বাভাবিক থাকবে পরিষেবা।
আরও পড়ুন - চাঁদার জুলুম রুখতে গিয়ে আক্রান্ত পুলিশ! মারধরের অভিযোগ
ওই সময় যে ট্রেনগুলি চালানো হয় সেগুলি রওনা দেবে কলকাতা স্টেশন থেকে। কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করে শিয়ালদহ (নর্থ) স্টেশন হয়ে চালানো হবে। কিছু ট্রেন কাঁকুড়গাছি থেকে বালিগঞ্জ পর্যন্ত চলবে।