রবি ও সোমবার কলকাতার বিভিন্ন ঘাটে পালন করা হবে দেব দীপাবলি। প্রদীপের আলোয় সাজানো হবে গঙ্গার ঘাটকে। তার জেরে এই দুদিন চক্ররেলের সময় সূচি বদলের কথা জানাল পূর্ব রেল। রেল সূত্রে খবর, ওই দু দিন দুপুর দুটো থেকে রাত নটা পর্যন্ত চক্ররেলের যাতায়াত নিয়ন্ত্রণ করা হবে।
রেল জানিয়েছে, ওই সময়ের জন্য এক জোড়া সার্কুলার রেল কলকাতা স্টেশন থেকে ছেড়ে আবার কলকাতা স্টেশনেই ফিরে আসবে। উল্টোদিকে এক জোড়া ট্রেন চলবে। যা বালিগঞ্জ থেকে যাত্রা শুরু করে বালিগঞ্জের দিকেই ফিরে আসবে।
এর পাশাপাশি রক্ষণাবেক্ষণের কাজের জন্য রবিবার হাওড়ায় বেশ কিছু ট্রেন বাতিলের কথা জানিয়েছে পূর্ব রেল। হাওড়া-বর্ধমান কর্ড লাইন, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি শাখা, বর্ধমান-হাওড়া, কাটোয়া-ব্যান্ডেল-হাওড়া, হাওড়া-তারকেশ্বর, খানা-গুমানি শাখায়। যার জেরে বাতিল করা হয়েছে আটটি ট্রেন।সময় বদলানো হয়েছে আরও ১০টি ট্রেনের।