অবসরকালে সিভিক ভলান্টিয়াররা এবার পাবেন এককালীন ৫ লক্ষ টাকা। বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন পর্যন্ত ৩ লক্ষ টাকা করে অবসরকালীন সুবিধা পেতেন তাঁরা। এক ধাক্কায় ২ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা বাড়ানোর ঘোষণা রাজ্য সরকারের।
২৮ অগাস্ট নবান্নের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, কলকাতা পুলিশের অধীনস্থ সিভিক ভলান্টিয়াররা অবসরের সময় এই সুবিধা পাবেন। তাছাড়া ভিলেজ পুলিশদের অধীনের সিভিক ভলান্টিয়ারদেরও এই সুবিধা দেবে রাজ্য সরকার।
কলকাতা ও রাজ্য পুলিশের সিভিক ভলান্টিয়ারদের পুজো বোনাসের মধ্যে বৈষম্য ছিল। সেই বৈষম্য ইতিমধ্যেই দূর করেছে রাজ্য। এবার অবসরকালীন সুবিধা বাড়ানো হল অনেকটাই বেশি হারে। এক ধাক্কায় ৪০ শতাংশ বাড়ানো হল অবসরকালীন সুবিধা। নবান্নে পক্ষ থেকে বলা হয়েছে সিভিক ভলান্টিয়ারদের টার্মিনাল বেনিফিট বাড়ানোর বিষয়টি অনেক দিন ধরে সরকারের বিবেচনায় ছিল। সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঘটনাচক্রে আরজি কর কাণ্ডে যে অভিযুক্ত গ্রেফতার হয়েছে, সে পেশায় সিভিক ভলান্টিয়ার। এক শ্রেণির সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা শাসক দলের ক্যাডারের মতো কাজ করে। নবান্ন সূত্রে খবর, কিছু সিভিক ভলান্টিয়ারের অনিয়মের জন্য সবাইকে দায়ী করা ঠিক নয়।