Civic Police : সিভিক ভাবমূর্তি ফেরাতে এবার আলির কীর্তিকে প্রচারের হাতিয়ার করল পুলিশ

Updated : Aug 31, 2024 20:33
|
Editorji News Desk

৯ অগাস্ট ২০২৪। স্থান আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল। অভিযোগ মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের। গ্রেফতার কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। সেই তদন্ত মামলা এখন সিবিআইয়ের কোর্টে। 

৩০ অগাস্ট ২০২৪। স্থান বিটি রোড। রবীন্দ্র ভারতীর পড়ুয়াদের বিক্ষোভের মাঝে বাইক নিয়ে কলকাতা পুলিশের আরও এক সিভিক ভলান্টিয়ার। নাম গঙ্গাসাগর গোন্দ। অভিযোগ মদ্যপ হয়ে পড়ুয়াদের বিক্ষোভের মধ্যে চলে আসার। প্রবল চাপে পড়ে অবশেষে গ্রেফতার গঙ্গাসাগর। 

গত ২২ দিনে রাজ্যের বিভিন্ন কোণ থেকে একাধিক ইস্যুতে পুলিশের সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। সেই কালি মুছতে এবার নিজেদের ফেসবুকে এক অন্য সিভিকের গল্প লিখল কলকাতা পুলিশ। তাঁর নাম আলি নওয়াজ। শনিবার কলকাতা পুলিশের পোস্ট থেকে জানা গিয়েছে, শুক্রবার রাতের জোড়াসাঁকো থানা এলাকার ঘটনার কথা। 

রাত এগারোটা নাগাদ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে দুর্ঘটনার মধ্যে পড়ে একটি বাইক। আহত হন আরোহী এবং চালক। কলকাতা পুলিশের দাবি, তাঁদের উদ্ধারে এগিয়ে আসেন আলি। তিনি জোড়াসাঁকো থানার সিভিক ভলান্টিয়ার। অ্যাম্বুলেন্স আসার আগে বিপদ বাড়তে পারে। তাই কোনও ঝুঁকি নেননি আলি। 

তাই নিজের কাঁধে আহত বাইক চালককে তুলে নেন ওই সিভিক ভলান্টিয়ার। ভর্তি করা ৫০০ মিটার দূরে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। কলকাতা পুলিশের দাবি, আলির এই বুদ্ধিমত্তায় দ্রুত চিকিৎসা শুরু হয় আহত ওই বাইক চালকের। পুলিশের আশা, এই ঘটনায় হয়তো প্রাণেও বেঁচে যাবেন ওই বাইক চালক। 

রক্তমাখা টি-শার্ট-সহ আলি নওয়াজের ছবি নিজেদের ফেসবুকে শেয়ার করেছে কলকাতা পুলিশ। আলির এই কীর্তিকে কুর্নিশ করেছেন নেট নাগরিকরা। সম্প্রতি পুজোর বোনাস থেকে অবসরের পর এককালীন ভাতা, সবতেই সিভিকদের ভাতা বৃদ্ধি করেছে নবান্ন। এবার আরজি কর থেকে বিটি রোডের ঘটনায় সিভিক ভাবমূর্তিতে কালি মুছতে আলি নওয়াজের কীর্তিকেই প্রচারের হাতিয়ার করল কলকাতা পুলিশ। 

Kolkata Police

Recommended For You

editorji | কলকাতা

Sampriti Overpool: ৮ ঘণ্টা সম্প্রীতি উড়ালপুলে যান চলাচল বন্ধ, ৯০ দিন কীভাবে যাতায়াত করবেন!

editorji | কলকাতা

Kolkata Yellow Taxi: মিটার ডাউন! কলকাতার বৃদ্ধ হলুদ ট্যাক্সি, ঐতিহ্য নাকি আদিখ্যেতা? কী বলছে শহর?

editorji | কলকাতা

Jagannath Temple Digha: জগন্নাথ দেবকে আর প্রসাদে দেওয়া হবে না খাজা

editorji | কলকাতা

Kolkata Yellow Taxi: দূষণ গেরোয় ফ্যাকাসে হলুদ, রাজপথে বাতিলের খাতায় কলকাতার 'বৃদ্ধ' ট্যাক্সি

editorji | কলকাতা

Mamata Banerjee : ভারত সরকার হিন্দুদের রক্ষা করুক, বাংলাদেশে ইস্যুতে কেন্দ্রের কোর্টেই বল ঠেললেন মমতা