বীরভূমের রামপুরহাটের (Rampurhat violence) বগটুই গণহত্যা কাণ্ডের প্রতিবাদের এবার রাস্তায় নামলেন কলকাতার বিশিষ্টজনেরা (Civic society rally)। শুক্রবারই এই মামলার শুনানিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এদিন বিকেল চারটের সময় মৌলালি থেকে শুরু হয় এই মিছিল (Civic society rally against rampurhat violence)। এরপর এই মিছিল শেষ হওয়ার কথা রয়েছে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে।
আরও পড়ুন: করোনেশন ব্রিজে বিস্ফোরণের ঘটনায় আটক ১, ক্লোজ করা হল সেবক ফাঁড়ির ওসিকে
কলকাতার নাগরিক সমাজ (Civic society rally in Kolkata) আজ রাজপথে নেমেছেন। এই মিছিলে উপস্থিত রয়েছেন অধ্যাপক পবিত্র সরকার, পরিচালক অনীক দত্ত, পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, কবি মন্দাক্রান্তা সেন প্রমুখ। রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বহু ছাত্র-ছাত্রীরাও এই মিছিলে যোগ দিয়েছেন। তরুণ প্রজন্মের অনেকেই রয়েছেন মিছিলে।
তাঁদের একটাই দাবি, এই নৃশংস গণহত্যার (Rampurhat violence) বিচার চাই। এই দাবি নিয়েই আজ তাঁরা কোনও রাজনৈতিক দলের প্রতীক ছাড়াই পথে নেমেছেন।