তৃণমূলের (TMC) দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল চিকিৎসক সংগঠন IMA-এর নির্বাচন। অভিযোগ উঠল দেদারে ছাপ্পা ভোট দেওয়া হয়েছে। সঙ্গে আরও বেশ কিছু বেনিয়ম।
শনিবারের এই নির্বাচনকে কেন্দ্র করে কার্যত ধুন্ধুমারকাণ্ড ঘটল মানিকতলায়। ভুয়ো ভোটার অভিযোগে একজনকে ধরে ফেললেন তৃণমূল নেতা শান্তনু সেন। তাঁর বিরুদ্ধ গোষ্ঠীর আরেক হেভিওয়েট নির্মল মাজির (Nirmal Majhi) বিরুদ্ধে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখালেন কয়েকজন।
আরও পড়ুন: Anish Khan: আনিস খানের বাড়িতে গেলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী
প্রথমে তর্কাতর্কি দিয়ে শুরু, পরে তা হাতাহাতিতে গড়ায়। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের নির্বাচনে এই ছবি কার্যত নজিরবিহীন। মূলত নির্মল মাজির গোষ্ঠী ও তার বিরোধী শান্তনু সেনের গোষ্ঠীর মধ্যেই সমস্যা। খবর পেয়ে উত্তেজনা সামাল দিতে পুলিশ আসে সামাল দিতে। ধুন্ধুমার পরিস্থিতির জেরে বন্ধ করে দিতে হয় লেনিন সরণি।
উল্লেখ্য, IMA-র কলকাতা শাখার সভাপতি পদে লড়ছেন, তৃণমূল বিধায়ক নির্মল মাজি, বিপক্ষে প্রশান্ত ভট্টাচার্য। যিনি IMA-র রাজ্য সম্পাদক ও তৃণমূল সাংসদ শান্তনু সেনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।