অডিটোরিয়ামের মধ্যে বিজেপির কেন্দ্রীয় নেতা প্রকাশ জাওড়েকর। আর বাইরে হাতাহাতিতে জড়ালেন বিজেপি কর্মীরা। শনিবার সন্ধ্য়ায় বেনজির এই ঘটনার সাক্ষী থাকল কলকাতা। গোটা ঘটনায় অস্বস্তি বেড়েছে বিজেপি শিবিরে। জানা গিয়েছে, তখনও আলোচনা সভায় হাজির ছিলেন জাওড়েকর। সেইসময় বাইরে একদল বিজেপি কর্মী এসে এক ব্যক্তির উপর চড়াও হয়। প্রথমে ঘটনাটি বাগে আনার চেষ্টা করেন আইসিসিআরের নিরাপত্তা কর্মীরা। পরে তাঁরাও হাল ছেড়ে দেন।
কিন্তু কে হলুদ গেঞ্জি পরা কে এই ব্য়ক্তি ? জানা গিয়েছে, ওই ব্যক্তির আসল পরিচয় সব্যসাচী রায়চৌধুরী। তিনি রাজ্যের বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের আইনজীবী। শোনা যায়, বহু বিজেপি কর্মী মামলায় বিনা পয়সাতেই লড়ে দেন সাবর্ণ চৌধুরীর পরিবারের এই বংশধর। তাঁকেই তৃণমূলের দালাল, এমনকী গরুচোর বলে অভিযোগ করা হয়। অভিযোগ, তাঁর মোবাইল ভেঙে দেওয়া হয়। এমনকী অডিটোরিয়াম চত্বর থেকেও বার করে দেওয়া হয়। যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা বিজেপির যুব মোর্চার কর্মী। অভিযুক্ত ওই কর্মীদের নাম অভিজিৎ নাহা এবং দীপ্তেস্য যশ।
গোটা ঘটনায় বেশ ক্ষুব্ধ রাজ্য বিজেপির নেতা শমীক ভট্টাচার্য। তিনি বিষয়টিকে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে জানাবেন বলেও জানিয়েছেন। শমীক জানিয়েছেন, যাঁকে মারা হল তিনি সমাজের একজন বিশিষ্ট কর্মী। একইসঙ্গে আইনজীবী। তাঁর পরিচয় না জেনে কেন গায়ে হাত তোলা হল, তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।