পঞ্চমীর মহামিছিলে অনুমতি ছিল না পুলিশের। তবুও, রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলেন জুনিয়র ডাক্তাররা। ষষ্ঠীর পরিকল্পনা ছিল আরজি কর এবং জয়নগরের ঘটনার প্রতিবাদে শহরের কয়েকটি মণ্ডপে প্রতীকি মূর্তি নিয়ে পরিক্রমা করার। আর সেই পরিক্রমার শুরুতেই বুধবার দুপুরে মধ্য কলকাতার চাঁদনিচকে পুলিশ ও জুনিয়র ডাক্তারদের ধস্তাধস্তিতে সাময়িক উত্তপ্ত হল এলাকা।
ষষ্ঠীর দুপুরে চাঁদনিচক থেকে তিনটি মিনিডোর নিয়ে পরিক্রমা শুরুর জন্য রাস্তায় নামেন আন্দোলনকারীরা। গোড়াতেই পুলিশের বিরুদ্ধে মিনিডোর আটকে দেওয়ার অভিযোগ ওঠে। পুলিশের বিরুদ্ধে অভিযোগ জোর করে মিনিডোরের চাবি ছিনিয়ে নেওয়ার। প্রতিরোধের চেষ্টা করেন জুনিয়র ডাক্তাররা। এই ঘটনায় আহত হয়েছেন হেয়ার স্ট্রিট থানার অতিরিক্ত ওসি শ্রাবন্তী ঘোষ। জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে পাল্টা মারধোরে অভিযোগ করেছেন তিনি।
এদিকে আরজি করের বিচার চেয়ে ষষ্ঠীর দুপুরে সল্টলেকে মিছিল করল জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার এবং নার্সদের সংগঠন। মঙ্গলবার শিয়ালদহ আদালতে আরজি কর মামলায় চার্জশিট জমা দিয়েছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, মহিলা চিকিৎসকদের ধর্ষণ করে খুনের ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয় রায়।
সিবিআইয়ের এই চার্জশিট নিয়ে খুশি নন চিকিৎসকদের একাংশ। কার্যত তার প্রতিবাদে ষষ্ঠীর দুপুরে সল্টলেকের সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দেওয়া হয়।