নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল এক সরকারি স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধে। অভিযোগ, একাদশ শ্রেণীর ওই ছাত্রীকে হোটেলে নিয়ে গিয়ে খাবারে মাদক মিশিয়ে ধর্ষণ (allegedly raping) করেন প্রিন্সিপাল। ঘটনাটি উত্তরপ্রদেশের মিরাটের (Uttarpradesh)।
পুলিশ সূত্রের খবর, গত ২৩ নভেম্বর প্রিন্সিপাল স্কুলের নয় জন ছাত্রীকে নিয়ে শিক্ষামূলক ভ্রমণ করতে বৃন্দাবনে (Vrindavan) যান। সেখানে একটি হোটেলে দুটি ঘর নেন তিনি। আট জন ছাত্রী ছিলেন একটি ঘরে। অন্য একটি ঘরে ১৭ বছর বয়সি ওই নাবালিকা ছাত্রীর সঙ্গে ছিলেন প্রিন্সিপাল। অভিযোগ, ওই ছাত্রীর খাবারে মাদক মিশিয়ে তাকে ধর্ষণ করেন প্রিন্সিপাল। নাবালিকা বাধা দিতে গেলে তাঁকে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া, এমনকি প্রাণ নাশের হুমকি দেওয়া হয়। .
আরও পড়ুন- কালাজাদু চর্চার সন্দেহ, বাড়ি ঢুকে দম্পতিকে খুন দুষ্কৃতীদের, চাঞ্চল্য ওড়িশায়
পরের দিন অর্থাৎ ২৪ নভেম্বর বৃন্দাবন থেকে ফিরে আসে ছাত্রীরা। প্রথমে কাউকে কিছু জানায়নি ওই নির্যাতিতা ছাত্রী। কিন্তু বেশ কয়েকদিন পর পরিবারকে জানালে ছাত্রীর বাবা পুলিশের দ্বারস্থ হন। শনিবার প্রিন্সিপালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। সূত্রের খবর অভিযুক্ত প্রিন্সিপাল পলাতক।