উৎসবের মরসুম প্রায় শেষ। এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে শুরু হবে স্নাতকোত্তর এর ক্লাস। কিন্তু তার আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তির চিত্র রীতিমতো ভাবাচ্ছে কর্তৃপক্ষকে। দফায় দফায় কাউন্সেলিং করেও ফাঁকা বেশ কিছু আসন। ৩১ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ক্লাস, তার আগে আর্টস, কমার্স, সায়েন্স-তিন শাখাতেই অনেক আসন ফাঁকা থাকার অভিযোগ।
Jyotipriya Mallick Heath Update : বাঁ-হাতে জোর নেই, হাসপাতালে জ্যোতিপ্রিয়র খোঁজ নিচ্ছে ইডি
কলকাতার মতো নামি একটি বিশ্ববিদ্যালয়ে, ৩১টি আসন থাকা ইলেকট্রনিক্স সায়েন্স বিভাগে ১০ জন মাত্র পড়ুয়া ভর্তি হয়েছেন। ফিজিক্সে ৯৫ টি আসন ভর্তি হয়েছেব মাত্র ৬০ জন। ম্যাথে ৬০ টি আসন ভর্তি হয়েছেন মাত্র ৩০ জন মতো। কলা বিভাগে এখনও নামের তালিকা চূড়ান্ত হয়নি। এই মুহূর্তে মঙ্গলনার থেকে ক্লাস শুরু নিয়ে চিন্তাভাবনা করছে কর্তৃপক্ষ।