আরজি কর জট কাটাতে কালীঘাটে রাজ্য ও জুনিয়র ডাক্তারদের বৈঠক। প্রায় ২ ঘণ্টা বৈঠক হয়। এর আগে দুবার ভেস্তে যায় বৈঠক। শনিবার নিজেই ধর্নামঞ্চে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ফের বৈঠকের জন্য ডাকা হয় জুনিয়র ডাক্তারদের।
রাজ্যের পক্ষ থেকে জানানো হয় এটাই তাঁদের শেষ উদ্যোগ। কিন্তু কোনও লাইভ স্ট্রিমিং হবে না। তবে দুই পক্ষ কার্যবিবরণী নিতে পারবেন। এরপরই জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে তিন দফা দাবি করে জানানো হয়, তাঁরা ২ জন স্টেনোগ্রাফার নিয়ে বৈঠকে অংশ নেবেন। তাতে অনুমতি দেয় রাজ্য। ৪০ জন প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। ছিলেন মুখ্যসচিব ও অন্য উচ্চপদস্থ কর্তারাও।বৈঠকে পুলিশ কমিশনার বিনীত গোয়েল ও অন্য স্বাস্থ্য আধিকারিকদের পদত্যাগের দাবি করেন তাঁরা। মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপিও জমা দেন তাঁরা।
মঙ্গলবার আরজি কর খুন ও ধর্ষণ কাণ্ডে সুপ্রিম কোর্টে তৃতীয় শুনানি। সেই শুনানির ২৪ ঘণ্টা আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন জুনিয়র ডাক্তারদের ৪০ জন প্রতিনিধি। সঙ্গে ২ জন স্টেনোগ্রাফারকেও অনুমতি দেওয়া হয়।