হাতের কব্জি কেটে নিয়েছেন স্বামী। বাঁ হাত দিয়ে লেখা শুরু করেছেন কেতুগ্রামের মেয়ে রেনু খাতুন (Renu Khatun)। এবার রেনুর পাশে দাঁড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। জানালেন, চাকরি পাবেন রেনু। তাঁর কৃত্রিম হাতও তৈরি করে দেওয়া হবে। হাসপাতালে চিকিৎসার জন্য কেন স্বাস্থ্যসাথী কার্ড নেওয়া হয়নি, সেটাও দেখবেন মুখ্যমন্ত্রী।
এদিন ভবানীপুরে মুখ্যমন্ত্রী বলেন, "যে মেয়েটির ডান হাত কেটে দিয়েছে, তাঁর স্বামী আপনারা জানেন কেতুগ্রামে। জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান রীনা গঙ্গোপাধ্যায় সেখানে গিয়েছিলেন। এবং আমরা তাঁর জন্য তিনটে কাজ করছি। নার্সিং পরীক্ষায় প্যানেলে ২২ নম্বরে ছিলেন রেনু। এখন তো ওর ডান হাতটা নেই। যে কাজটা ও করতে পারে বসে, বা কথা বলতে পারে, মুখ দিয়ে কাজ করতে পারে, সেই কাজের জন্য ওকে অনুমতি দেব। এটা আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি।"
আরও পড়ুন: ভবানীপুরে নিহত দম্পতির বাড়িতে মমতা, সঙ্গে পুলিশ কমিশনার
এছাড়া রাজ্যের পক্ষ থেকে আরও দুটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "ওর যে হাতটা কেটে দিয়েছে, আমরা কৃত্রিম হাতের ব্যবস্থা করে দেব। আর ও যেখানে চিকিৎসা করাতে গিয়েছিল, ৫৭ হাজার টাকা নিয়েছে। কারণ ওর স্বাস্থ্যসাথী কার্ডে কাজটা হয়নি। কেন হয়নি, সেটা আমি দেখছি। এটা আমি ইতিমধ্যেই মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছি।"