আগামী সপ্তাহেই কি শপথ নিতে চলেছেন নবনিযুক্ত রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Ananda Bose)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে ফোনালাপের পর সেই নিয়ে জল্পনা তৈরি হয়েছে। সূত্রের খবর, ২১ অথবা ২৩ নভেম্বর শপথ নেওয়ার জন্য প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে সম্ভবত, এই দুদিনের মধ্যে শপথ নিচ্ছেন না রাজ্যপাল। ২৩ নভেম্বরের পরই শপথ নেবেন রাজ্যপাল।
গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবন থেকে নতুন রাজ্যপাল হিসেবে সিভি আনন্দ বোসের নাম ঘোষণা করা হয়। পরের দিনই মুখ্যমন্ত্রীর ফোন পেয়ে আপ্লুত হন রাজ্যপাল। তিনি জানান, অত্যন্ত সম্মানের সঙ্গে কথা হয়েছে তাঁদের। রাজ্যপাল জানান তিনি খুশি, যে মুখ্যমন্ত্রী নিজে ফোন করার উদ্যোগ নিয়েছেন।
আরও পড়ুন: কাঁধের ব্যাগেই শ্রদ্ধার দেহাংশ, ভোর রাতের CCTV ফুটেজে ধরা পড়ল আফতাব! চলছে তদন্ত
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্টে কলকাতাকে দেশের সবচেয়ে নিরাপদ শহর বলা হয়েছে। নতুন রাজ্যপাল জানান, কলকাতাকে তিনি সিটি উইথ দ্য সোল বলে মনে করেন। কলকাতায় এর আগেও তিনি ২ বছর ছিলেন। বাংলার মানুষকে তিনি শ্রদ্ধা করেন।