আমফানের স্মৃতি এখনও ভোলেনি বঙ্গবাসী। ২০২০ সালের সেই স্মৃতি ফের ২০২৪ সালে ফিরিয়ে আনতে পারে ঘূর্ণিঝড় রেমাল। আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল এমনই। রবিবার রাতে ল্যান্ডফল হওয়ার পর এখন দুর্যোগ চলছে। ইতিমধ্যে একাধিক মৃত্যুরও খবর এসেছে। এই পরিস্থিতিতে এবার বাংলার মানুষকে আশ্বাসের বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট শনিবার। ঝড়ের তাণ্ডবে উপকূলবর্তী এলাকা এলাকা বিধ্বস্ত। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানিয়েছেন, "নির্বাচনী বন্দোবস্তের ব্যস্ততা সত্ত্বেও প্রশাসন দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত ছিল। মুখ্যসচিব থেকে রাজ্যের সচিবালয়, জেলা প্রশাসন, ব্লক- দুর্যোগের মোকাবিলায় সংহতভাবে মানুষের পাশে রয়েছে। ভবিষ্যতেও থাকবে।"
রাজ্যবাসীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা, "আমি বিশ্বাস রাখি, সকলের সহযোগিতায় এই ঝড়ও আমরা কাটিয়ে উঠব। আপনারা চিন্তিত। আমরাও চিন্তিত। কিন্তু ভয় পাবেন না। চিন্তা করবেন না। পরিস্থিতির মোকাবিলায় যা যা করণীয়, আমরা সবটাই করব।" রবিবার রাতেও রাজ্যবাসীকে ঝড় নিয়ে বার্তা দেন মুখ্যমন্ত্রী।