মুখ্যমন্ত্রীর মন্তব্যের পর DA আন্দোলনের ঝাঁঝ আরও বেড়েছে। বৃহস্পতিবার আন্দোলনের মঞ্চে ছিলেন সিপিএম নেতা বিকাশ ভট্টাচার্য, সুজন চক্রবর্তীরা। এদিনও ফের DA আন্দোলনকারীদের চুপ থাকার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর যুক্তি, সরকারি কর্মীরা মাসের ১ তারিখ বেতন পান। অবসরপ্রাপ্তরাও পেনশন পান। মুখ্যমন্ত্রীর প্রশ্ন, আর কী চাই! এদিনও মঞ্চ থেকে চিরকুটে চাকরি পাওয়া নিয়ে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার মমতা দাবি করেন, চিরকুটে যারা চাকরি পেয়েছিলেন, তারাই DA আন্দোলনের মঞ্চে আছেন। তাঁদের 'চোর-ডাকাত' বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তারই প্রতিবাদে বৃহস্পতিবার শহরে মহামিছিল করেন DA আন্দোলনকারীরা। এদিনও ধর্না মঞ্চ থেকে আন্দোলনকারীদের কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, "ওরা বলছে পেন-ডাউন করব। কাজে আসব না। হাতে গোনা কয়েকটা লোক এই কাজ করছে। জনগণের টাকা নিয়ে পেন ডাউন! আমি বলছি সাইলেন্স প্লিজ। চিরকুটে চাকরি পেয়ে ৫০-৬০ হাজার টাকা পেনশন পান। টাকা নিচ্ছে, পেনশন নিচ্ছে, আরও চাই! আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে ১০৬ শতাংশ DA দিয়েছি। এটা দেওয়ার কথাও নয়।"