পার্ক সার্কাস কাণ্ডে(Park Circus firing update) মৃত রিমা সিংহের মায়ের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী। শনিবার দুপুরে ফোন করেন তিনি। শনিবার রিমার বাড়িতে যান সমবায় মন্ত্রী অরূপ রায়। তাঁর সামনেই মুখ্যমন্ত্রী(CM Mamata Banerjee) ফোনে কথা বলেন মীরাদেবীর সঙ্গে। তাঁর ছেলেকে হোমগার্ডের চাকরি দেওয়ার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।
শুক্রবার পার্ক সার্কাসে গুলি চলার ঘটনায় প্রাণ হারান হাওড়ার (Howrah) দাশনগরের রিমা সিং। কয়েক দিন পরেই তাঁর বিয়ে হওয়ার কথা ছিল। পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন তিনি। মেয়ে যে আর নেই, তা এখনও যেন বিশ্বাস হচ্ছে না মা মীরার। শোকে মুহ্যমান তিনি। এমন পরিস্থিতিতে পরিবারটির পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।
উল্লেখ্য, শুক্রবার দুপুরে পার্কসার্কাস (Park Circus) এলাকায় গুলি চলে। অ্যাপ বাইকে যাওয়া রিমার দিকে গুলি ছুঁড়ে আত্মঘাতী হন কলকাতা পুলিশের (Kolkata Police) কর্মী চোডুপ লেপচা। গুলিতে নিহত হন বছর পঁচিশের তরুণী রিমা সিং। তিনি হাওড়ার দাশনগরের বাসিন্দা ছিলেন। পার্ক সার্কাসে কাজে যাচ্ছিলেন। তখনই এই ঘটনা ঘটে।
শনিবার মুখ্যমন্ত্রী ফোন করে রিমার মায়ের সঙ্গে কথা বলেন। জানান, যা ঘটেছে, তা অত্যন্ত মর্মান্তিক। পরিবারের সকলের মানসিক পরিস্থিতি, যন্ত্রণা অনুভব করতে পারছেন তিনি। এরপরই তিনি ঘোষণা করেন, রিমার ভাইকে হোম গার্ড (Home Guard) পদে চাকরি দেওয়া হবে। এদিনই রিমা সিংয়ের বাড়িতে যান কলকাতা পুলিশের দুই আধিকারিক। তাঁরা ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য তুলে দেন পরিবারটির হাতে।