মহালয়ায় মাতৃপ্রতিমায় চক্ষুদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চেতলা অগ্রনীর পুজোর উদ্বোধন করে হাতে রং-তুলি তুলে নেন মুখ্যমন্ত্রী। প্রত্যেক বছরের মতো এখানেও মূর্তির চোখ আঁকেন তিনি। কথা মতো চেতলার পুজো মণ্ডপ থেকে ভার্চুয়ালি ২৫০এর বেশি পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
এদিন চেতলায় আসার আগে মুখ্যমন্ত্রী জাগো বাংলার পুজো সংখ্যার উদ্বোধন করেন। উদ্বোধন করেন নিজের গানের সিডিও। এরপর আরও চারটি পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। দক্ষিণ কলকাতার সেলিমপুর, বাবুবাগান, যোধপুর পার্ক, যোধপুর পার্ক ৯৫ পল্লীর পুজোর উদ্বোধন করেন তিনি। চেতলায় মাতৃপ্রতিমার চক্ষুদানের পর ভার্চুয়ালি জেলা ও শহরতলির ২৫০-এর বেশি পুজোর উদ্বোধন করেন তিনি।
আরও পড়ুন: 'বাংলাকে বদনাম করা ওদের কাজ', নাম না করে বিজেপিকে আক্রমণ মুখ্যমন্ত্রীর
এদিন চেতলা অগ্রনীতে এসে প্রদীপ জ্বালিয়ে পুজোর উদ্বোধন করেন তিনি। এরপর চেতলার শিল্পীর কাছে রং ও তুলি নিয়ে নিজের হাতেই চোখ আঁকেন। পরে এই প্রতিমা ও শিল্পীর প্রশংসাও করেন মুখ্যমন্ত্রী।