২০ দিনের লড়াই শেষ। মায়ের কোল শূন্য করে চলে গেলেন ঐন্দ্রিলা শর্মা। ২৪ বছরের ফাইটারকে কুর্নিশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অভিনেত্রীর অকালপ্রয়াণে শোকপ্রকাশ করলেন তিনি।
মুখ্যমন্ত্রী এদিন ঐন্দ্রিলাকে নিয়ে লেখেন, "প্রতিশ্রুতিময়ী তরুণী অভিনেত্রীর বয়স হয়েছিল মাত্র ২৪ বছর। তাঁর অভিনীত টিভি সিরিয়াল ঝুমুর, মহাপীঠ তারাপীঠ, জীবনজ্যোতি, জীবনকথা, জিয়নকাঠি...ইত্যাদি। পশ্চিমবঙ্গ সরকার তাঁকে এবছর 'অসাধারণ প্রত্যাবর্তন' বিভাগে টেলিসম্মান অ্যাওয়ারড প্রদান করেছে।"
তাঁর কেরিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবনের লড়াই দৃষ্টান্ত হয়ে থাকবে। মনে করছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, "তাঁর ট্র্যাজিক প্রয়াণ অভিনয় জগতের বড় ক্ষতি। আমি ঐন্দ্রিলার পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।"
রবিবার, দুপুর ১২টা ৫৯ মিনিটে হাওড়ার এক বেসরকারি হাসপাতালে শেষ হল ঐন্দ্রিলার লড়াই। চিকিৎসকরা জানান, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে ঐন্দ্রিলা। কোমায় চলে যান অভিনেত্রী। ভেন্টিলেশনে রাখলেও জ্ঞান ফেরেনি। হাসপাতালেই মৃত্যু হয় তাঁর।