১০৮টি পুরভোটে (West Bengal Municipal Election 2022) বিরাট জয়ের পর দলকে বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। টুইট করে পুরভোটে জয়ী প্রার্থীদের অভিনন্দনও জানান তিনি। জয় মানে দায়িত্ব বাড়িয়ে দেওয়া, মনে করিয়ে দেন তিনি।
এদিন ১০৮টি পুরভোটে তৃণমূল কংগ্রেসের জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে লেখেন, "মা মাটি মানুষকে (Maa Mati Manush) আন্তরিক শুভেচ্ছা। আরও একটি বিপুল জয়ের জন্য সবাইকে কৃতজ্ঞতা জানাই। পুরভোটে জয়ী প্রার্থীদের সবাইকে অভিনন্দন।" জয়ের পর দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন তৃণমূল সুপ্রিমো। তিনি টুইটে লেখেন, "জয় মানে দায়িত্ব বাড়িয়ে দেওয়া। ফলে তা মাথায় রাখতে হবে, উন্নয়নের জন্য সবাইকে কাজ করতে হবে।"
আরও পড়ুন: পুর-ফলে শতরান তৃণমূলের, শাসকের দাপটে ৩১ পুরসভা বিরোধীহীন
১০৮টি পুরসভা নির্বাচনে ১০২টি জয়ী তৃণমূল কংগ্রেস। তিনটি পুরসভায় ফল নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। ১টি পুরসভায় জয়ী সিপিএম।