সব ঠিক থাকলে দিদি নম্বর ১-এর সেটে দেখা যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ২১ ফেব্রুয়ারি ডুমুরজলা স্টেডিয়ামে থাকবেন মুখ্যমন্ত্রী। প্রথম কোনও রিয়েলিটি শো-র সেটে যাবেন তিনি। রবিবার এই নিয়ে নিরাপত্তা সংক্রান্ত মিটিং ডেকেছে রাজ্যের ডিরেক্টর সিকিউরিটি। সকাল ১১টা নাগাদ অ্য়াডভান্স সিকিউরিটি লিয়াজো মিটিং ডাকা হয়েছে।
কয়েকদিন আগেই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে নবান্নে যান রচনা বন্দ্যোপাধ্যায়। নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন রচনা। মনে করা হচ্ছে, সেদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই রিয়েলিটি শো-তে আসার জন্য প্রস্তাব দেন রচনা। সেই প্রস্তাবে রাজিও হয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: সন্দেশখালির মধ্যেই রাজ্য পুলিশে রদবদল, বারাসতের ডিআইজি পদেও বদল