দুর্গাপুজোর কার্নিভালে (Durga Puja Carnival) সেজে উঠেছে কলকাতা। রেডরোডকে রাজবাড়ির আদলে সাজিয়ে তৈরি হয়েছে মূল মঞ্চ। এই কার্নিভালে মোট ৯৪টি পুজোকমিটি অংশগ্রহণ করেছে। এদিন কার্নিভালে নাচের তালে পা মেলালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
এদিন কার্নিভালের মঞ্চে প্রথম থেকেই ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইউনেসকোর স্বীকৃতি পাওয়ার পর এবারেরঅনুষ্ঠান যেন আরও রঙিন। উত্তর ও দক্ষিণ কলকাতার একগুচ্ছ পুজোর ট্যাবলো ছিল এদিন। মঞ্চে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলে জুন মালিয়া, রব্বানি শেখ, ঋত্বিকা সেন, ভরত কলরা। শ্রীভূমি স্পোর্টিংয়ের হয়ে নৃত্য পরিবেশন করেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা। পারফরম্যান্স করেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন তাঁরা।
আরও পড়ুন: শহরে কার্নিভালের ব্যস্ততা, অনলাইনে চালু নবান্ন, পুজোর ছুটির আগেই কাজে ফিরলেন সরকারি আধিকারিকরা
এদিকে মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ও চুপ করে বসে থাকেননি। কখনও কাঁসর, কখনও ঢাক বাজালেন। আবার কখনও নাচের তালে পা মেলালেন। সঙ্গে যোগ দিলেন টলিপাড়া ও টেলিজগতের অভিনেত্রীরা।