প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্যের কামনা করে ঈশ্বরকে প্রার্থনা করেছেন মুখ্যমন্ত্রী। শুভেচ্ছা জানিয়ে টুইট করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানান তিনিও।
রাজনীতিতে বারবার আমনে-সামনে টক্করে তৃণমূল ও বিজেপি। ২০২৪ লোকসভা নির্বাচনের আগে বিরোধী দলগুলির সঙ্গে জোট বাধার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন প্রধানমন্ত্রীর জন্মদিনে বিরোধী শিবিরের নেতারাও শুভেচ্ছা জানিয়েছেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে লেখেন, "মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর ৭২তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা। আপনার সুস্বাস্থ্য কামনা করি।"
আরও পড়ুন: দুর্গাপুজোয় সারারাত চলবে মেট্রো, জেনে নিন নতুন সময়সূচি
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও বিরোধী শিবিরের নেতারাও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রীকে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীও টুইট করে শুভেচ্ছা জানান। তিনি লেখেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা।" শুভেচ্ছা জানিয়েছেন শশী থারুর ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও।
দেশ-বিদেশ থেকেও শুভেচ্ছাবার্তা পান নরেন্দ্র মোদী। শুভেচ্ছাবার্তা পাঠান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রধানমন্ত্রীর জন্মদিনে বিজেপির সদর দফতরে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৬ দিনের একটি ই-নিলামের আয়োজনের ব্যবস্থাও করা হয়েছে। যেখানে প্রধানমন্ত্রীর পাওয়া উপহার নিলাম হবে।