পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) মন্ত্রিসভা থেকে সরানোর পর প্রথম বৈঠক ছিল রাজ্য ক্যাবিনেটের। সেই সভায় রাজ্যের মন্ত্রীদের আরও 'সাধারণ' হওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।
পাশাপাশি দলের মন্ত্রীদের সতর্ক থাকার পরামর্শও দেন মুখ্যমন্ত্রী। এককালে রেলমন্ত্রী থাকাকালীন সাধারণ জীবনযাপন করতেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের মন্ত্রীদের ঠিক তেমনই হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। মন্ত্রিসভার সদস্যদের বৃহস্পতিবার ক্যাবিনেট বৈঠকে ঠিক কী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়!
আরও পড়ুন: দিল্লির উপমুখ্যমন্ত্রীর বাড়িতে সিবিআই, 'স্বাগত' জানালেন সিসোদিয়া
নবান্ন সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর বেশ সতর্ক নবান্ন। মুখ্যমন্ত্রী দলের সব ক্যাবিনেট সদস্যদের জানিয়ে দিয়েছেন,
১. খুঁটিয়ে কাগজ না পড়ে কোনও ফাইলে সই করবেন না।
২. সাদা কাগজে একেবারেই সই করা যাবে না।
৩. সই করার সময় নিচে বা উপরে খালি জায়গা রাখা যাবে না।
৪. কলকাতার মধ্যে পাইলট কার করে চলাচল করা যাবে না।
৫. গাড়িতে জ্বলবে না লাল-নীল বাতির আলোও।
৬. শুধু তাই নয়, মন্ত্রীদের আয়কর জমা দেওয়া নিয়েও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
নবান্ন সূত্রে খবর, মন্ত্রীদের আয়কর রিটার্ন সরকারের কাছে জমা দিতে হবে।
৭ প্রতিমন্ত্রীদের কাজও নির্দিষ্ট করে দেওয়া হবে।