পার্কিং নিয়ে টাকা তোলার অভিযোগ। অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে গিয়েছিল হাওড়ার ক্রিসমাস কার্নিভাল। হাওড়া পুরসভা দাবি করে, রাজ্যের ক্রীড়ামন্ত্রী মনোজ তিওয়ারি ঘনিষ্ঠদের আপত্তিতেই অনুষ্ঠান বন্ধ হয়। এবার সেই অনুষ্ঠান বৃহস্পতিবার থেকেই চালু করার নির্দেশ দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি পুলিশকে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। যা হয়েছে তা ঠিক নয়। কয়েকজনের জন্য কার্নিভাল বন্ধ হতে পারে না।
গত ২২ ডিসেম্বর হাওড়ার ডুমুরজলায় ষষ্ঠী নারায়ণ ইকো পার্কে ক্রিসমাস কার্নিভাল শুরু হয়। অভিযোগ, মিউনিসিপ্যাল কর্পোরেশনের নাম করে টাকা তোলে মা তারা পার্কিং নামে একটি এজেন্সি। কোনও বৈধ রসিদও দেওয়া হয়নি। অভিযোগ পেয়ে বুধবার মন্ত্রী ও এলাকার বিধায়ক মনোজ তিওয়ারি ঘটনাস্থলে যান।