সুরুচি সঙ্ঘের পুজোর উদ্বোধনে গিয়ে অন্যরূপে ধরা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুরুচি সংঘের মন্ডপে রীতিমতো ঢাক বাজাতে দেখা গেল 'উৎসব প্রিয়' মুখ্যমন্ত্রীকে।
জানা গিয়েছে, বুধবার বিকেলে সুরুচির সংঘের পুজো উদ্বোধনের পর সামনে থাকা একটি ঢাকের দিকে নজর যায় মুখ্যমন্ত্রীর। এরপর রীতিমতো পেশাদার ঢাকিদের মতো কাঁধে ঢাক তুলে বাজাতে থাকেন তিনি। মুখ্যমন্ত্রীকে যোগ্য সঙ্গত করেন কলকাতার মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, বিধায়ক দেবাশিস কুমার।
পাশপাশি, বুধবার ভার্চুয়াল মাধ্যমে জেলার প্রায় ৩০০টি পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। মঞ্চ থেকে গ্রামের আশাকর্মীদের উদ্দেশ্য খুশির খবর দেন তিনি। এবার থেকে তাঁরাও শহরের কর্মীদের মতোই সাড়ে ৬ হাজার টাকা করে পাবেন বলে ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।