আপাতত কালীঘাটের বাড়িতেই রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর অবস্থা এখন স্থিতিশীল। শুক্রবার ফের তাঁর শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখবেন চিকিৎসকরা। SSKM কর্তৃপক্ষের 'পিছন থেকে ধাক্কা' মন্তব্য নিয়ে আলোচনা শুরু হয়েছিল। শুক্রবার সেই মন্তব্যের ব্যাখ্যা দিল SSKM।
এসএসকেএমের অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় মেডিকেল বুলেটিনে জানান, "নিজের বাড়িতে পিছন থেকে ধাক্কায় তিনি পড়ে যান। কপালে গভীর ক্ষত তৈরি হয়। এই আবহে ফের SSKM অধিকর্তা জানান, "মাথা ঘুরে পড়ে যাওয়ার সময় অনেক সময় এমন অনুভূতি হয়। মুখ্যমন্ত্রী সম্ভবত বলতে চেয়েছিলেন, যে পড়ে যাওয়ার সময় পিছন থেকে ধাক্কার অনুভূতি হয়েছিল। তার মানে এই নয়, কেউ ধাক্কা মেরেছিলেন।"
বৃহস্পতিবার সন্ধ্যায় কালঘীটের বাসভবনেই ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবার সূত্রে খবর, সেই সময় পড়ে যান মুখ্যমন্ত্রী। সেই সময় ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর গাড়িতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক শুশ্রুষা ও সেলাই সেরে তাঁর মাথায় ব্যান্ডেজ করে দেওয়া হয়। এরপর বাঙুর ইনস্টিটিউট অব নিউরোলজিতে নিয়ে গিয়ে মাথার সিটি স্ক্যান করে দেখা হয়, তাঁর আঘাত কতটা গভীর।