সিঙ্গুর তাঁর আন্দোলনের ভূমি। প্রথম লড়াই শুরু হয়েছিল সিঙ্গুর (Singur) থেকেই। এই সিঙ্গুরেই সন্তোষী মায়ের ব্রত শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার এই মন্দিরেই উদযাপন করবেন মুখ্যমন্ত্রী। এদিন কাঁসারিপাড়ার একটি শীতলা মন্দিরে গিয়ে এমনই জানালেন মুখ্যমন্ত্রী।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, "আগামীকাল সিঙ্গুরে যাব। অনেকেই হয়তো জানেন না, যখন সিঙ্গুর নিয়ে আন্দোলন হয়েছিল, এগুলো পার্সোনাল কথা। বলা উচিত নয় এত। কিন্তু কেউ না কেউ তো জানেন। কোথাও হয়তো প্রকাশিত হবে। আমি অনশন করছিলাম, তখন সন্তোষী মায়ের ব্রত প্রথম শুরু করলাম।"
আরও পড়ুন: কেকে-র মৃত্যুতে প্রশাসনিক গাফিলতির অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি সৌমিত্রর
সিঙ্গুরের অনশন চলাকালীন ওই মন্দিরে মনস্কামনা করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "ঠাকুরের কাছে আমার বলা ছিল, ওরা যাতে ওদের জমি ফিরে পায়, তাহলে মা আমি তোমাকে একটা ছোট্ট মন্দির করে দেব। তারপর আমি সন্তোষী মায়ের ব্রত চালিয়ে যাব। কখনও কখনও বছরে এটা করতে হয়। ১৬ সপ্তাহ হয়ে গেছে। এবার আমি উদযাপন করতে যাব, সিঙ্গুরের ওই ছোট্ট মন্দিরটায়। সন্তোষী মাতার মুখটা দেখতে যাব।"