"কেউ নাম কামানোর জন্য বলতে পারেন স্বরাজ ও শহিদ দ্বীপ করেছি।" নেতাজির জন্মজয়ন্তীতে নাম না করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে পরাক্রম দিবস পালন করে কেন্দ্র। সোমবার আন্দামানে ২১টি দ্বীপের নামকরণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেতাজি সুভাষচন্দ্র বসুর নামেও একটি দ্বীপের নামকরণ করেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: 'একে বিক্ষোভ বলবেন না', দিদির দূতদের নিয়ে ফের বার্তা মুখ্যমন্ত্রীর
এদিন রেড রোডে নেতাজি মূর্তিকে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "তখনকার কমিউনিকেশন ছিলই না বলতে গেলে। কীভাবে জাহাজে করে, কীভাবে গাড়িতে করে, কীভাবে ছদ্মবেশে লড়াই করে গিয়েছে। আজকে কেউ নাম কামানোর জন্য বলতেই পারে আমরা করলাম শহিদ দ্বীপ, স্বরাজ দ্বীপ। আদৌ তা নয়। এটা নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্দামানে যখন গিয়েছিলেন, সেলুলয়েড জেল পরিদর্শন করেছিলেন।"